পাবনার ঈশ্বরদীতে হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর মহল্লার সারোয়ার হোসেন (৩৭), কাচারীপারা মহল্লার আলমগীর মোল্লা (৩৫) এবং পিয়ারাখালী মহল্লার লিখন (২৭)।
পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, তারা দীর্ঘদিন ধরে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করে আসছিল। রবিবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
বিডিপ্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৮/ ই জাহান