সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা আব্দুর সাত্তার মোড়লকে (৬০) গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
সে উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আঃ করিম মোড়লের ছেলে।
অপরদিকে মাদক ব্যবসায়ী শামিম হোসেনকে (৩৫) আটক করেছে কলারোয়া থানা পুলিশ। সে উপজেলার গাড়াখালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার নাথ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আজ আদালতের মাধ্যমে তাদেকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৮/হিমেল