ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা থেকে ডাকাত সর্দার রায়হান (৩১) ও তার দুই সহযোগী অহেদ আলী (৫০) এবং সিরাজকে (২৪) আটক করেছে র্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার মধ্যরাতে উপজেলার অললী গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আরও ২ ডাকাত পালিয়ে যায়। আজ দুপুরে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান র্যাবের উপ-পরিচালক হাসান মোস্তফা স্বপন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি হাফিজুল ইসলাম বাবু ও এএসপি গৌতম দেব ওই এলাকায় অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ডাকাত সর্দার রায়হানসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ এবং বাড়িঘর তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪ টি দা, ২টি ছোড়াসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ময়মনসিংহসহ পার্শ্ববর্তী জেলায় বিভিন্ন সময় ডাকাতি করার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার