বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে তারাকান্দার দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে মিছিলটি তারাকান্দা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাংগঠিন সম্পাদক আ. মালেক, মোখলেছোর রহমান, ইয়াসীন আলী, সাজেদুল করিম খোকন, ফারুক সরকার, শফিউল আলম সবুজ, জোবায়ের হোসেন তালুকদার, শাহ আলম, লিটন মন্ডল, আনোয়ার হোসেন, তারাকান্দা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলমসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার