স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে সাতক্ষীরায় বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/হিমেল