মাগুরার মোহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ রাফী (৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় সে নিহত হয়।
মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, সকালে রাফি বাবা মায়ের সাথে মোটরসাইকেলে তাদের গ্রামের বাড়ি মোহম্মদপুরের গোপালপুর থেকে মাগুরা শহরে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে মাগুরা-মোহম্মদপুর সড়কের বড়রিয়া ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাফি ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিন চাকার অবৈধ এই ট্রলিগুলোতে সাধারণত বিভিন্ন ইট ভাটায় মাটি বহন করা হয়। পুলিশ অবৈধ ট্রলিটি জব্দ করেছে। তবে চালক পালিয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/এনায়েত করিম