নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহম্মেদ ফয়সালের মরদেহ শরীয়তপুরের ডামুড্যায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সোমবার রাত তিনটার দিকে তার মরদেহ বহনকারি গাড়িটি ডামুড্যায় এসে পৌঁচ্ছায়।
আজ সকাল ১০টায় পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিন ডামুড্যার সামছুদ্দিন সরদারের ছেলে ফয়সাল।
বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/হিমেল