বরিশাল জেলার মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
মঙ্গলবার দিবাগত রাতে মুলাদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রিত ৩৩ হাজার ৫ শত টাকাসহ তিনজনকে আটক করা হয়।
বরিশালের মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. কামরুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর