মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার মানরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্লা গ্রামের আবদুল কাদের (৩০) ও একই উপজেলার জান্না গ্রামের আবদুল গফুর (২৮)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, বৈশাখ উপলক্ষে মানিকগঞ্জের তরা হাটে ইলিশ মাছ কিনতে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী কাদের ও গফুর। পথিমধ্যে মানরা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/হিমেল