চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ৫ শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে। এসময় ছাত্রলীগ বাধা দেয়ার চেষ্টা করে।
কিন্ত আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ নেতারা ফিরে যায়। পরে পাঁচ রাস্তার মোড়ে সড়ক অবরোধ করলে জামালপুর থেকে মেলান্দহ, মাদারগঞ্জসহ ৪টি উপজেলায় সড়ক যোগাযোগ প্রায় একঘন্টার জন্য অচল হয়ে পড়ে।
এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে দুপুর ১২টায় অবরোধ তুলে নেয় তারা।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা