টেকনাফ নেটং পাহাড়ের উঠনি নামক স্থানে একটি কাভার্ড ভ্যান পার্শ্ববর্তী খাদে পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত রয়েছে। এর ফলে দূর-দূরান্ত থেকে আগত যাত্রীরা ভোগান্তিতে রয়েছে।
সকাল ১১ টার দিকে টেকনাফ হতে শহরমুখী একটি কাভার্ড ভ্যান নেটং পাহাড় অতিক্রম করার সময় চালকের অসাবধানতাবশত পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এর ফলে যান চলাচল ব্যাহত হয়। প্রায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। সহস্রাধিক যাত্রী পায়ে হেটে নাইট্যং পাহাড় অতিক্রম করে গন্তব্যে পৌঁছার জন্য পরবর্তী যানবাহনের সন্ধানে ছুটছে। এই দুঘর্টনার খবর পেয়ে স্থানীয় টহলরত বিজিবি ও একদল পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল কিছুটা স্বাভাবিক করেন।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/হিমেল