ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যবসায়ী আটকের প্রতিবাদে দোকান ধর্মঘট চলছে। আজ সকাল থেকে মাইকে ঘোষণা দিয়ে মাছ বাজারসহ সব ধরনের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আটক ব্যবসায়ীকে থানা থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। এ নিয়ে উপজেলা শহরটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কোটচাঁদপুর বস্ত্রমালিক সমিতির সহ সভাপতি মো: আবুল কালাম আজাদ জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সোবাহান ইলেকট্রোনিক্সের মালিক মো: আব্দুস সোবাহানকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কোটচাঁদপুর শহরের মাছ বাজার চায়ের দোকানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। আটক ব্যবসায়ীকে মুক্তি না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানান এ ব্যবসায়ী নেতা।
তিনি আরো জানান, পুলিশ নানা অজুহাতে মাঝে মাঝে ব্যবসায়ীদের আটক থাকে। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য, পৌরসভার মেয়রসহ পুলিশের সাথে একাধিকবার বৈঠক করেছেন তারা। তবুও এধরনের পুলিশ হয়রানীর ঘটনা থামছেনা। যে কারণে এলাকার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছেন বলেও জানান বস্ত্রমালিক সমিতির এ নেতা।
তিনি অভিযোগ করেন এর আগেও দুই দফায় মেসার্স সোবাহান ইলেকট্রোনিক্সের মালিক মো: আব্দুস সোবাহানকে হয়রানির জন্য পুলিশ আটক করেছিল। টাকা দিয়ে থানা থেকে তাকে মুক্ত করে আনা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার দোকানপাট বন্ধ’র খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন মঙ্গলবার রাতে মো: আব্দুস সোবাহানকে আটক করা হয়েছে। তিনি জানান, আটক ব্যক্তি জামায়াতের অর্থ যোগানদাতা। আজ সকাল ১১ টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/হিমেল