কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬৯৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। বুধবার ভোরে ভারত থেকে অবৈধপথে আসা এ ফেনসিডিল উপজেলার কাদপুর গ্রামের কাচা রাস্তার উপর থেকে জব্দ করে কলারোয়া থানা পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিয়ে যায় মাদক পাচারকারী কাদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আজগর আলী।
কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বুধবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাদপুর গ্রামের দক্ষিণপাড়া মাঠের কাচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইঞ্জিনভ্যান আটক করে তল্লাশি চালানো হলে ভ্যানের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ৪৭ হাজার টাকা।
তল্লাশির সময় চালক ও মাদক ব্যবসায়ী আজগর আলী পালিয়ে যায় গেছে বলে জানান তিনি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীসহ ভ্যান চালককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম