কোটা সংস্কারের দাবিতে ফরিদপুরের সকল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।
বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সরকারী রাজেন্দ্র কলেজের ছাত্র ইফতেখার সৌরভ, জোবায়ের আলম, সাব্বির হোসেন, মাহবুবা মুক্তি প্রমূখ।
পরে ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে একই স্থানে সংক্ষিপ্ত এক সমাবেশ করে। সমাবেশ থেকে শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনের দাবির সাথে একাত্ত্বতা প্রকাশ করে নানা ধরনের শ্লোগান দেয়। কর্মসূচিতে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর মহাবিদ্যালয়, ফরিদপুর সিটি কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন