কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে।
বুধবার সকাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ও কেসি কলেজের শিক্ষার্থীরা ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের শহীদ মিনার চত্বরে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধা দেয়। সকালে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের শহীদ মিনার চত্বরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিম, সাকিব, আতিক, সুদিপ্ত, দিবা, প্রান্ত, আকাশ, নিশি ও সাগরসহ অর্ধশত শিক্ষর্থী কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি ও বাদানুবাদের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন