নেত্রকোনার খালিয়াজুরীর লক্ষীপুর হাওরে আজ দুপুরে বজ্রপাতে ২টি ছাগলসহ মাসুদ মিয়া নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের বাড়ি পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পালাকান্দা গ্রামে।
খালিয়াজুরী থানার ওসি হয়রত আলী জানান, রহমত আলীর ছেলে মাসুদ মিয়া (৩৫) ধান কাটা শ্রমিক হিসেবে খালিয়াজুরীতে আসে। ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে তারা ধান কাটা রেখে গোয়ালা ঘরে (ধান কাটার সময় ব্যবহৃত ছোট ঘর) অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে বজ্রপাতে সে মারা যায়।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, বজ্রপাতে মারা যাওয়া ধান কাটা শ্রমিককে বাড়িতে নেয়া ও দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার