দিনাজপুরের ফুলবাড়ী মাদিলা হাট বাজারে এক কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার কারণ কেউ জানাতে পারেননি। গত মঙ্গলবার দিবাগত ভোর রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইনিয়নের মাদিলাহাট বাজারের হাছান সুপার মার্কেটে অনিক বস্ত্রালয় নামে একটি কাপড়ের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বলে দাবী করেন অনিক বস্ত্রালয়ের মালিক আনিছুর রহমান।
এলাকাবাসী জানায়, প্রতিদিনের মত অনিক বস্ত্রালয়ের মালিক আনিছুর রহমান ঐ দিন রাতে তার দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। এরপর মঙ্গলবার দিবাগত ভোর ৪টার দিকে মাদিলা হাট পাহারাদার নুর মোহাম্মদ ওই দোকানের মালিককে জানায়, দোকানে আগুন লেগেছে। এলাকাবাসীর সহোযোগীতায় ১ঘন্টা পর পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আসে। এসব দোকানের কাপড়, আসবারপত্র, নগদ অর্থ, জমির কাগজ ও ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন দোকান মালিক। এ ব্যাপারে আজ বুধবার তিনি ফুলবাড়ী থানায় জিডি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার