আসছে ঈদে যানজট এড়াতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে মহাসড়কের পাশে উদ্ধার হওয়া জায়গায় ২০ ফুট রাস্তা প্রসস্থ করণ করা হবে। আজ সকাল থেকেই সড়ক প্রসস্থ করণের কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ সওজ কর্তৃপক্ষ।
এসময় উচ্ছেদ অভিযান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমানউল্লাহ, হাইওয়ের পুলিশের ডিআইজি আতিকউল্লাহ, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহরিয়ার আলম ও উপ-সহকারি প্রকৌশলী মতিয়ার রহমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমানউল্লাহ উপস্থিত সাংবাদিকদের জানান, আসছে ঈদে যানজট এড়াতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ জাতীয় মহাসড়কটি মদনপুরের আরো ২০ ফুট বাড়ানো হবে। উচ্ছেদের পরপরই সড়ক প্রসস্থ করণের কাজ শুরু করা হয়েছে। আগামী রমজানের পূর্বেই সড়কটি প্রসস্থ করণের কাজ সমাপ্ত হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে দখলকারিরা এসব দোকানপাট গড়ে তুলে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। তাই অবৈধ ভাবে সরকারি জমি দখল করে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর মোড় দু’পাশে সরকারি জমি দখল করে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, সন্ত্রাসী, চাঁদাবাজ চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে ভাড়া বাণিজ্য করে আসছিল। এসব দোকানপাট থেকে দৈনিক ভাড়া ২‘শ থেকে ৩’শ টাকা পর্যন্ত আদায় করা হতো। তাছাড়া ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অগ্রিম গ্রহন করা হয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার