দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে উদ্বোধনের অপেক্ষায় থাকা টিকেট কাউন্টারের (এমজি) বারান্দায় অজ্ঞাতনামা এক নারীর (৫৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরের দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় অজ্ঞাতনামা এ নারী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রেল স্টেশনের পূর্বপাশে উদ্বোধনের অপেক্ষায় থাকা টিকেট কাউন্টারের (এমজি) বারান্দায় শায়িত অবস্থায় ছিল লাশটি।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম