বরিশালের মুলাদী উপজেলায় ডাকাতি মামলায় গ্রেফতার হওয়া এক ছাত্রীসহ ৩ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার তিন শিক্ষার্থীকে গ্রেফতারের পরদিন মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতের বিচারক শাম্মি আক্তার ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই তিন শিক্ষার্থী হলো- গোপালগঞ্জের লোয়াইর গ্রামের শহিদ খানের মেয়ে মনি আক্তার, খুলনার ভান্ডাকোট এলাকার অভি ইসলাম সজিব এবং ময়মনসিংহের আবদুল্লাহপুর গ্রামের আদর মাহমুদ হেলাল। তারা সকলে গাজীপুর জেলার ভাওয়াল কলেজের সন্মান শ্রেণির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
মামলার অভিযোগে জানা যায়, গত সোমবার রাতে ওই তিন শিক্ষার্থী টয়লেটে যাওয়ার অজুহাতে মুলাদীর পুরাতন বাজার এলাকায় শিহাবউদ্দিন বাড়িতে যায়। তারা ঘরের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সকলকে জিন্মি করে নগদ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পর পরই স্থানীয় জনগন তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিহাবউদ্দিনের স্ত্রী সোহেলী পারভীন বাদী হয়ে ওই ৩ জনের বিরুদ্ধে মুলাদী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার