নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ও হাসানহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রছাত্রী ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। এ পর্যন্ত ৬০ জন ছাত্র-ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয় দু'টি বন্ধ ঘোষণা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা গণ-হিস্টোরিয়ায় আক্রান্ত হয়েছে।
হাসানহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, বেলা ১২টার দিকে অষ্টম শ্রেণির চারজন ছাত্রী শ্রেণিকক্ষে বমি করতে করতে সংজ্ঞাহীন হারিয়ে পড়ে। এরপর একে একে বিভিন্ন শ্রেণির এবং পাশের হাসানহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরও একই অবস্থা হতে থাকে। অসুস্থ্য অবস্থায় ৬০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে স্কুল দু'টি বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হলে অনেকে সেখানেও অসুস্থ্য হয়ে পড়ে।
এ ব্যাপারে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, অসুস্থ্য হয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা গণ-হিস্টোরিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার