চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ৯০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক যাত্রী আলামিন সর্দ্দার (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বর বি ইউ-০৪১৯১১২।
বুধবার দুপুর ১টার দিকে তার দেহ তল্লাশি করে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার দাম প্রায় ৪৫ লাখ টাকা।
দর্শনা কাস্টমস কর্তৃপক্ষ জানান, ব্রাহ্মণবাড়িয়ার আলামিন সর্দ্দার ঢাকা থেকে বুধবার দুপুরে দর্শনা চেকপোস্টে এসে পৌঁছান। ইমিগ্রেশন কাজ শেষে কাস্টমস অফিসে যাত্রী তল্লাশির সময় তার জুতার ভিতর থেকে ১০০ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়। পরে আটককৃত যাত্রীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন