টেকনাফে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন মহিলার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় মা-ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, বুধবার টেকনাফ থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহির উদ্দিন খান নেতৃত্বে বাহারছড়া হাজমপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নুরুল ইসলামের ছেলে ছৈয়দুল ইসলাম প্রকাশ ছাইদুল (২২), মোঃ ফারুকুল ইসলাম প্রকাশ ফারুক (১৯) ও নুরুল ইসলামের স্ত্রী সেতারা ইয়াছমিন প্রকাশ সেতারা বেগম (৪৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়ায় সীমানা বিরোধ নিয়ে প্রতিবেশী আব্দুল হাফেজের স্ত্রী ময়না খাতুন (৪২) গংয়ের এর সাথে নুরুল ইসলামের স্ত্রী সেতারা ইয়াছমিন প্রকাশ সেতারা বেগম (৪৫) গংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় ময়না খাতুন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল রাত সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় স্থানীয় কালা মিয়ার পুত্র আব্দুল মান্নান বাদী হয়ে একটি নামীয় ৭জন ও অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ