নাটোরের বড়াইগ্রামে হোটেলে মাছবোঝাই ট্রাক ঢুকে পড়ার ঘটনায় দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ সময় গুরুতর আহত হয় আরেক কর্মচারী।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার শ্রীরামপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের শাহ মাহ্মুদ (৬০) ও জোয়াড়ি কায়েমকোলা গ্রামের হাসিনা বানু (৪৮)। এসময় আহত হোটেল কর্মচারীর নাম শাহীন আলম (৪০)। তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে একটি ট্রাক (যশোর-ট-১১-০৩১৯) পাবনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের হোটেলে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান/ফারজানা