ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া ফেরিঘাটে।পারাপারে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফেরিঘাট ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন পড়ে গেছে। আটকে পড়েছে কয়েকশত ট্রাক ও বাস।
পাটুরিয়া ঘাটের ট্রাফিক কনস্টেবল আজমান জানান, কোটা সংস্কার আন্দোলনের কারণে গত দুই দিন ঘাট ফাঁকা ছিল। কিন্তু রাত থেকে পাটুরিয়াঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে। যে হারে ফেরিতে যানবাহন পার করা হচ্ছে তার চেয়ে বেশি হারে যানবাহন ঘাটে এসে পৌঁছছে। এতে পারাপারে তাদের হিমশিম খেতে হচ্ছে। কারণ যানবাহন পারাপারে মাত্র ১৩টি ফেরি চলতেছে।
রহমান নামের রাজবাড়িগামী এক যাত্রী জানান, ২ ঘণ্টা ধরে বাসে বসে আছি, কখন যে জ্যাম ছাড়বে, আর কখন বাড়ি পৌঁছাবো জানি না।
এদিকে পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর মধ্যে কিছু ট্রাককে অর্থের বিনিময়ে লাইন ভেঙে পার করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাফিকের বিরুদ্ধে। এ নিয়ে ট্রাক চালক ও ট্রাফিকের মধ্যে বাক-বিতণ্ডাও হয়েছে। আর লাইন ভেঙে যেদিক-সেদিক দিয়ে গাড়ি প্রবেশের কারণে বাড়ছে বিশৃঙ্খলা ও যানজট।
বিডিপ্রতিদিন/ ই-জাহান