খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন দুর্গম এলাকা থেকে নতুন কুমার ত্রিপুরা (৪৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার গোমতী ইউনিয়নের হাতিমুড়ার দুর্গম পাহাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই এলাকার মৃত পুর্ণ কুমার ত্রিপুরা’র ছেলে নতুন কুমার ত্রিপুরা গত ২ দিন ধরে নিখোঁজ ছিল। বুধবার এলাকাবাসী পাহাড়ে জ্বালানি কাঠ আনতে গেলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান