হবিগঞ্জের মাধবপুরে ১০ টাকা কেজি দরে সরকারি চাল অতি দরিদ্রদের মধ্যে বিক্রি না করে কালোবাজারে পাচার করার সময় ৬৪ বস্তা চালসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে শাহ জাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকা থেকে পিকআপ ভ্যান ভর্তি চাল জব্দ করেন তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, উপজেলার আফজলপুর গ্রামের মারুফ ও পলাশ ওই চাল পাচারের উদ্দেশে পিকআপযোগে নিয়ে যাচ্ছিল।
গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ উল্লেখিত দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৬৪ বস্তা চাল জব্দ করে। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান