বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে বসে মাদক সেবনের অভিযোগে ১০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করেছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় অভিযান চালিয়ে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন কার্যালয় থেকে পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার ছাতরা গ্রামের সবুজ ইসলাম (৩২), জয়নুর রহমান (৪২), বিলহামলা গ্রামের শহিদুল ইসলাম (৪০), ফেরদৌস রহমান (৪২), মাহমুদুল আলম (৩২), শরিফুল ইসলাম (২৬), ধলু মিয়া (৪৫), আব্দুর রহিম (৩৪), পঞ্চদাস গ্রামের বাবু রবিদাস (৩৫), নামুজা গ্রামের আরিফুল ইসলাম (২৫)।
এলাকাবাসী জানান, বিলহামলা হাটের মধ্যে অবস্থিত বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় বসে তারা মাদক সেবন করছিল। এসময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, গাঁজা সেবনের চাকু, বাটালসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা সবাই আওয়ামী লীগের কর্মী ও সমর্থক।
শিবগঞ্জ থানার এসআই মো. আরিফ দাবি করেন, মাদকসেবীদের দলীয় কার্যালয় ভিতর থেকে নয়, পাশে থেকে আটক করা হয়।
এ ব্যাপারে বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন জানান, কর্মীরা প্রতিদিনের মত দলীয় কার্যালয়ে বসে টিভি অনুষ্ঠান দেখছিল, এসময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গাঁজা ও ইয়াবা বড়ি বিক্রি ও সেবনের অভিযোগে থানায় দুটি মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার