ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার ভুয়া বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। ওই যুবকের নাম হাসিন ইশরাক। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে আসছিল। তাকে কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রাম থেকে আটক করা হয়।
আটক হাসিন ইশরাকের মোবাইল ফোনে এইচএসসির প্রশ্ন পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ কালিগঞ্জ সাদিকপুর এলাকায় গিয়ে দেখে হাসিন ইশরাক সহ কয়েকজন প্রশ্ন বিক্রির চেষ্টা করছিল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসিন ইশরাক কে আটক করতে সক্ষম হয় তারা।
সে ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে। সে এর আগেও এসএসসি পরীক্ষার সময় ও বিভিন্ন প্রশ্ন এভাবে বিক্রি করেছিল। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। সে পুলিশ ও র্যাবের নিকট প্রশ্নের ব্যাপারে অনেক তথ্য দিয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান