গাজীপুরের কাপাসিয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছে এক সাংবাদিক। হামলায় শিকার সাংবাদিকের নাম সাইফুল্লাহ লবিব। সে গাজীপুরের একটি স্থানীয় পত্রিকার প্রতিনিধি।
ঘটনাটি ঘটে বুধবার বিকালে কাপাসিয়া শহরে। এ ঘটনায় কাপাসিয়ার সাংবাদিকরা এক জরুরি বৈঠক করেছে। বৃহস্পতিবার প্রতিবাদ ও মানববন্ধন করার সিদ্ধান্ত হয়েছে সভায়।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কাপাসিয়া শহরের একটি প্রাইভেট ক্লিনিকে হামলা চালায় উশৃঙ্খল কিছু যুবক। ওই সময় ওই সাংবাদিক তার ব্যবহৃত মোবাইল দিয়ে ছবি তুলছিল। ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে ওই সংঘবদ্ধ যুবকরা সাংবাদিকের উপর হামলা চালায়। এসময় কিল ঘুষি দিয়ে লবিবকে রক্তাক্ত জখম করে। পরে জোরপূর্বক তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে লবিবকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন