কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আমরা যে দেশ চেয়েছিলাম, সে দেশের কাছেও যেতে পারিনি। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে জাতির সামনে একটা মারাত্মক দুর্যোগ নেমে আসবে। আর দেশে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে অন্যের চেয়ে বর্তমান সরকারেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে।
আজ দিনাজপুর সার্কিট হাউজে সাংবাদিক সাথে এক সংক্ষিপ্ত পেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেসব্রিফিং-এ বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের মাতা লতিফা বেগমকে দেখতে দিনাজপুরে আসেন। প্রেস ব্রিফিং শেষে কাদের সিদ্দিকী দিনাজপুর শহরের ঘাষিপাড়াস্থ সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের ১০৩ বছর বয়সী মাতা লতিফা বেগমকে দেখতে যান। সেখানে তিনি মাহবুবুর রহমানের মাতার সাথে কিছু সময় কাটান, তাঁর স্বাস্থ্যে খোঁজখবর নেন, তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় লে. জে. (অব.) মাহবুবুর রহমানের ছোট বোন জিনাত আরা, ফাতেমা আক্তার ও মেহেদী বানুসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার