লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মালবাহী ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাঁদপুর জেলার সিভিল সার্জন সায়েদুজ্জামান ও আরও ৪ চিকিৎসকসহ আহত হয়েছে ৬ জন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা চাঁদপুর জেলার সিভিল সার্জন সায়েদুজ্জামান, চিকিৎসক আনোয়ারুল আজিম, মাহবুবা আলম, জাকির হোসেন, তাহমিনা রহমান ও মনির আহমদ গুরুত্বর আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তারা সবাই সরকারি কাজে চট্রগ্রাম থেকে কর্মস্থলে ফিরছিলেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো. শাহজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ