ফরিদপুর শহরের আলীপুর বড় ব্রিজের কাছে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ বুধবার সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান