ভোলার চরফ্যাশনে ১৯২ পিস কার্তুজসহ মোশাকর ইসলাম (১৯) নামে এক যুবক কে শশীভূষণ থানা পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রাম থেকে থ্রিনটথ্রি রাইফেলের পরিত্যাক্ত কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্ধেহে মিশনকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিশন জানান, তার মামার সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধের কারণে জনৈক সুমনের বসত ঘরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় কার্তুজ রেখে রাত আনুমানিক ২টার সময় শশীভূষণ থানায় মোবাইলে সুমনের ঘরে অস্ত্র ও কার্তুজ থাকার খবর দেয়।
শশীভূষণ থানার ওসি হানিফ সিকদার ফোর্স নিয়ে শুক্রবার মধ্য রাতেই চর ফকিরা গ্রামে গেলে তথ্য দাতা মিশন নিজেই সুমনের ঘরে নির্ধারিত স্থানে অস্ত্র ও কার্তুজ দেখিয়ে দেয়। কার্তুজ উদ্ধারের পর ঘটনাস্থলে মোবাইলে মামা নুরনবীর সঙ্গে মিশনের উৎফুল্লতায় পুলিশের সন্দেহের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মিশনকে কৌশলে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সুমনকে ফাঁসাতে কার্তুজ রাখার ঘটনার সত্যতা স্বীকার করে। এ ব্যাপারে শনিবার শশীভূষন থানায় মিশন ও তার মামা নুরনবীকে আসামী করে অস্ত্র আইনের ১৯- ক ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ৪ তারিখ ৫ মে/১৮।
বিডি-প্রতিদিন/ ই-জাহান