ময়মনসিংহের চাঞ্চল্যকর মোহাম্মদ বাবু ওরফে পিউ বাবু হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সারফান ইসলাম ওরফে বাবু (২৮) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর তিনকোণা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডিবি’র কনস্টেবল শফিকুল ও ২ নং পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিছুর আহত হন। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান