পিরোজপুর জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান সিকদার মিঠু (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে শহরের খুলনা-বরিশাল আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মো. হাবিবুর রহমান সিকদারের ছেলে এবং ৬ নং ওয়ার্ডের সদস্য।
জানা যায়, সকালে মিঠু সকালে ব্যক্তিগত কাজের জন্য তার বাড়ি থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে রওনা হয়। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে অটোরিকশার সাথে সংর্ঘষ হলে রাস্তার পাশে থাকা একটি পিলারে সাথে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করে।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া জানান, মিঠুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুখে ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, এ ঘটনায় অটোরিকশাটি জব্ধ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৮/মাহবুব