নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪৬ পিস ইয়াবা, ১০ লিটার মদ ও ২ শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ কন্টোল সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যসহ ১৪ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার