বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। গত বুধবার রাতে এই অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুধল মৌ গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের স্ত্রী জাহানারা বেগমের ছেলে-মেয়েরা ঢাকয় বসবাস করেন। জাহানারা বেগম এক গ্রামের বাড়িতে থাকেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাহানারা বেগমের বাসায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের হাত থেকে বাঁচতে জাহানারা বাসা থেকে বের হয়ে যায়। আগুনে ঘরটি মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে।
বাকেরগঞ্জ থানা পুলিশ এই অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার