নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি খাবার হোটেলকে জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম সরদার। আজ বৃহস্পতিবার (২৪ মে) বিকাল ৩টায় জেলা শহরের প্রধান সড়কের বিভিন্ন খাবার হোটেল, ফার্মেসী ও মুদির দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় রাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইনে ১০ হাজার টাকা, মায়া হোটেলকে ৫ হাজার টাকা ও আমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সুধারাম থানার এসআই মহি উদ্দিন, জেলা ইউপি সচিব কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার