বরিশালের গৌরনদী বন্দরের বিভিন্ন চালের আড়ৎ ও মুদি দোকানে পাটজাত পণ্য ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
খালেদা নাসরিন জানান, অভিযান পরিচালনাকালে গৌরনদী বন্দরে পাটজাতব পণ্য ব্যবহার না করার দায়ে পরিমল ঘোষের দোকান থেকে ১ হাজার টাকা এবং সুশান্ত ঘোষ ও সাইফুল ইসলামের দোকান থেকে ৫শ’ টাকা করে জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার