পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল চোলাই মদ ও গাঁজাসহ দুই রাখাইনকে গ্রেফতার করেছে পুলিশ। মহিপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটার বিভিন্ন স্পটে এ অভিযান চালায়।
এসময় হেমাথিন (৩২) ও জোজো (২৮) নামের দুই রাখাইনকে গ্রেফতার করে। পুলিশ তল্লাশি চলিয়ে তিনশ’ বিশ লিটার চোলাই মদ, এক কেজি গাঁজা সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে কুয়াকাটার কেরানীপাড়া থেকে রাখাইন মেঞ্জো’র স্ত্রী হেমাথিনকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে কালাচানপাড়া থেকে তিনশ’ বিশ লিটার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ মৃত মংইয়া রাখাইনের ছেলে জোজোকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তবে এ মাদক বিরোধী সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার