ফরিদপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে ৭৬ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় এদের কাছ থেকে ৪শ' ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭৬ জনকে আটক করেছে। এদের মধ্যে ১২জন পলাতক মামলার আসামি। ৫জন বিভিন্ন মামলার আসামি হয়ে পলাতক ছিল।
তিনি জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের শুক্রবার বেলা দেড়টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৮/ ওয়াসিফ