বিরল রোগে আক্রান্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ইমাম উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তার (১৬)। চোখ-নাক-কান থেকে অঝরে রক্ত ঝরে তার। এ রোগ নিয়ে আপাতত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে নাদিয়া। সে বামনী আছিরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, ২০১৭ সালের নভেম্বর মাসে প্রথমে মুখে ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে চোখে নাক ও কানে অনবরত রক্ত ঝরতে থাকে। কয়েক দিন আগে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডাক্তার দেখান হয়। কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় চিকিৎসা নেয়ার জন্য রেফার করলে তার বাবা ইমাম উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যার মিজানুর রহমান বাদল এর সহযোগিতায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন। বর্তমানে আর্থিক অনটনের মধ্যে মেয়েটি ঢাকা মেডিকেলের নাক কান ও গলা বিশেষজ্ঞ ডা. মুক্তি রাণী মন্ডলের অধীনে (মহিলা ৩০৬ নম্বর বেডে) চিকিৎসাধীন।
এদিকে মেয়ের চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাবা ইমাম উদ্দিন। সহযোগিতার জন্য ০১৮৩৫৯১৫৮৭১ (বাবা) নম্বরে যোগাযোগ করা যাবে।
বিডি প্রতিদিন/২৫ মে ২০১৮/হিমেল