২৬ মে, ২০১৮ ১৭:২৯

বাগেরহাটে যুবলীগ নেতার ঘরে অগ্নিসংযোগ ও ঘের দখলের ঘটনায় মামলা দায়ের

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটে যুবলীগ নেতার ঘরে অগ্নিসংযোগ ও ঘের দখলের ঘটনায় মামলা দায়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগ নেতা আলমগীর শেখের বসত ঘরে অগ্নিসংযোগ ও মাছের ঘের দখলের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। যুবলীগ নেতার স্ত্রী মাসুদা বেগম শনিবার বেলা ৩টায় ১০জনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন। 

থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জিউধরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লক্ষীখালী গ্রামের আলমগীর শেখের বসতঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ৭লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়। পরদিন বৃহস্পতিবার বেলা ৯টার দিকে আলমগীরের ২৫বিঘা জমির একটি মৎস্য ঘের দখল করে নেয় বরইতলা গ্রামের মৃত মজিবর হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার ও তার সহযোগীরা। 

এর আগে গত বুধবার বাগেরহাটের আদালতে আলমগীর শেখ একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এর এক দিন পরেই তার ঘরে অগ্নিসংযোগ ও ঘের দখল করে নেওয়ার ঘটনা ঘটে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর