শরীয়তপুরের ডামুড্যা উপজেলা রামরায় কান্দি গ্রামের মোস্তফা গান্ধা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোস্তফা গান্ধা একই গ্রামের মৃত. জয়নাল গান্ধার ছেলে।
মোস্তফাগান্দার হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সকাল ১১টায় ডামুড্যা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্দোগে হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে নিহত মোস্তফাগান্দার লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তাদের এই কর্মসূচিতে এলাকাবাসী একাত্বতা ঘোষণা করেন।
উল্লেখ্য, গত সোমবার (২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার দারুল আমান ইউনিয়নের আওরঙ্গ খার মোচর নামক স্থানে নির্মাণ কাজে না যাওয়ায় দারুল আমান ইউপি চেয়ারম্যান মোক্তার খানের ছেলে তন্ময় খানের উপস্থিতিতে চেয়ারম্যানের চাচাত ভাই সুজন খান (৩৪), শাহারুক বেপারী (২২)ও জীবন সরদার (২০) মোস্তফাগান্দাকে পিটিয়ে আহত করে। গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফাগান্দা মারা যায়। এই ঘটনায় নিহতের শশুর আলী হোসেন মিয়া বাদি হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার