বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়ার সহযোগিতায় শেরপুর উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাটের তৈরি চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে দু'টি রাইস মিলে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
৪ বগুড়া এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মাদ আব্দুর রহিম জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আমরা তাকে সহযোগিতা করছি। আজ বৃহস্পতিবার বগুড়ার শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়ায় “লাকী সেভেন অটো রাইস মিল” এর ম্যানেজার মোঃ ফেরদৌস হোসেন (২৫) কে ৪০ হাজার- টাকা এবং “মামা ভাগনে চাউল কল” এর ম্যানেজার মোঃ ইয়াকুব আলী (৩২) কে ১০হাজার- টাকা অর্থদন্ড প্রদান করেছেন। এই দুইটি মিলে পাটের তৈরি চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার