বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা জামে মসজিদ সড়ক থেকে যুবদলের মিছিল বের হওয়ার সময় বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধায় জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নতুন ভবনের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ফজলে এলাহী পলাশের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের আহবায়ক সামছুদ্দোহা মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ সৌখিন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সুলতান সালাহ উদ্দিন লিটন, শহর যুবদলের আহ্বায়ক জিএস হারুন সহ জেলা, উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন