স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে লক্ষ্মীপুরে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের জেলা সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী।
ইউনিয়ন পরিষদ ও সনাক এর যৌথ আয়োজনে এসময় উপস্থিত ছিলেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক ভানু নাগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি।
এসময় সকল ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন