কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আটককৃতদের কাছ থেকে ৮টি রাম দা, ২টি ছোরা ও ১টি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের হারুন (২৭), হারুয়া এলাকার আনাছ (১৭) ও মহিউদ্দিন (২০), কাতিয়ারচরের কাউছার (১৫), তাড়াইল উপজেলার ওয়াদুদ (২০) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের শিফাত (১৮)।
সদর মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত জানান, সদর উপজেলার রঙারকোণা গ্রামের তোফাজ্জল ও পার্শ্ববর্তী সুলতানপুর গ্রামের এনামুল আহসানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রঙারকোণা এলাকায় উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়ে পরস্পরকে চরথাপ্পর মারে। পরে এনামুল বাড়িতে গিয়ে তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালিয়ে দু'টি বাড়ি ও ১০টি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসস্ত্রসহ ছয়জনকে আটক করে।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার