বগুড়ার শেরপুরে ৩৯ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান শাওন (৩৫) নামে এক ফিজিওথেরাপির চিকিৎসককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার শেরপুর উপজেলার গাড়িদহ মাদ্রাসা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. শাহজালাল খান মামুন জানান, ভোর ৬টার দিকে জেলার শেরপুর উপজেলার গাড়িদহ মাদ্রাসাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় ফেনসিডিল এর ব্যবসা করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। মিজানুর রহমান শাওন দাবি করেছেন, তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ইন্টার্ন করেছেন। বর্তমানে শেরপুরে চেম্বার দিয়ে ফিজিওথেরাপির চিকিৎসা দেন।
এ ব্যাপারে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা